বাগেরহাটে ছুরিকাঘাতে শ্রমিক লীগ কর্মী খুন


প্রকাশিত: ০৪:২৬ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২২) নামে এক শ্রমিক লীগ কর্মী খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে সোহাগকে বাগেরহাট বাসটার্মিনাল এলাকা থেকে কে বা কারা ধরে নিয়ে বাসাবাটি মন্দিরের সামনে উপর্যুপরি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যান।

স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সোহাগ রাত ১০টার দিকে  সোহাগ মারা যান। নিহত সোহাগ শেখ বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জাগো নিউজকে জানান, রাত সাড়ে আটটার দিকে শহরের বাসাবাটি সার্বজনীন মন্দির সংলগ্ন রাস্তার পাশে সন্ত্রাসীরা ওই যুবককের পেটে ছুরি মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান। ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে যায়। এমতাবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে সে মারা যায়।

নিহত সোহাগের বড় ভাই ফরিদ শেখ জাগো নিউজকে জানান, রাত আটটার কিছু পরে তার ছোট ভাই সোহাগকে বাসস্ট্যান্ড এলাকা থেকে ধরে নিয়ে গেছে এমন খবর তিনি প্রথমে শুনতে পান। ওই সময়ে তিনি দড়াটানা ব্রিজ টোল প্লাজায় কর্মরত ছিলেন। কিছু পরে তার ভাই সোহাগকে বাসাবাটি মন্দিরের সামনে সন্ত্রাসীরা ছুরি মেরে ফেলে রেখে গেছেন এমন খবর শুনে তিনি ছুটে যান। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তারা জানতে পারেননি।
 
এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে কে বা কারা যুবক সোহাগকে খুন করেছে এ বিষয়ে পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি।  

নিহত সোহাগ শেখ ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমন খবর কোনো কোনো মিডিয়ায় প্রকাশ পেলেও  সংশ্লিষ্ট কেউ এ তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে তিনি শ্রমিক লীগের কর্মী হিসেবে বেশ পরিচিত ছিল বলে জানা গেছে।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।