বিয়ার গ্রিলসের সঙ্গে বারাক ওবামা!


প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

চিনেছেন বিয়ার গ্রিলসকে? যিনি খিদে পেলে কেঁচো খান গিলিয়ে। আরশোলা, পোকা-মাকড় কোনো কিছু বাদ যায় না যার খাদ্যতালিকা থেকে। মুহূর্তেই দূর-দূরন্তে চষে বেড়ান যিনি। পাহাড়-পর্বত, নদীনালা, বনজঙ্গল, বরফে ঢাকা উপত্যকা কিংবা ধূধূ মরুভূমি কী নেই পৃথিবীতে যেখানে পা পড়েনি এই দুঃসাহসিক অভিযাত্রিকের? সেই বিয়ার গ্রিলসের সঙ্গে এবার বের হচ্ছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

কেট উইন্সলেট, কেট হাডসন, মিচেল রডরিগেজ, জ্যাক এফরন, জেমস মার্সডেন এবং আরো অনেকেই সার্ভাইভাল এক্সপার্ট বিয়ার গ্রিলসের সঙ্গে ট্রিপে বের হয়েছেন। এবার তাদের নামের তালিকার নিচে যোগ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম। প্রকৃতির সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে সভ্যতায় ফেরার কষ্ট, রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন এই প্রভাবশালী প্রেসিডেন্ট।

হ্যাঁ, বিয়ার গ্রিলসের সঙ্গে সার্ভাইভাল চ্যালেঞ্জ নিলেন ওবামা। আদিম প্রকৃতির সঙ্গে জীবনের লড়াই চালিয়ে কীভাবে সভ্যতায় পৌঁছতে হয়, তারই চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্টকে সঙ্গী করেই বিয়ার পাড়ি দেবেন আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে। বিয়ার গ্রিলস মানেই বিছে, পোকামাকড়, বহু দিনের মৃত পশুর মাংস, রক্ত, মল, কাঁচা মাছ থেকে শুরু করে নিজের প্রস্রাব- প্রাণে বাঁচতে সব কিছুই অবলীলায় খেয়ে ফেলার সেই সব দৃশ্যগুলো মনে পড়ে। এহেন বিয়ারের সঙ্গে দেখা যাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানকে।

দূষণের ফলে কীভাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, তারই প্রচারে এই বিয়ারের সঙ্গে অ্যাডভেঞ্চার ট্রিপে সঙ্গী হবেন ওবামা। বিয়ার গ্রিলসের সঙ্গে বারাক ওবামার অ্যাডভেঞ্চার ট্রিপের খবর ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে হোয়াইট হাউস।

এই হাইপ্রোফাইল অ্যাডভেঞ্চার ট্রিপটি কয়েকটি এপিসোডে দেখানো হবে ডিসকভারি চ্যানেলে। চলতি বছরের শেষের দিকে। বারাক ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার ট্রিপের সঙ্গী হতে চলেছেন। প্রথম রাষ্ট্রপ্রধানও বটে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।