গণতন্ত্রের জন্য দায়িত্ব হস্তান্তর অপরিহার্য


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণভাবে ‘দায়িত্ব হস্তান্তর’ এবং ‘দায়িত্ব গ্রহণের’ সংস্কৃতি অপরিহার্য। বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে প্রচলিত এই সুস্থ ধারার সংস্কৃতি জাতীয় রাজনীতিতে যুক্ত হলে দেশের গণতন্ত্র আরো বিকশিত হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
dscতিনি আরো বলেন, সাংবাদিকদের সব সময় সত্য লিখতে হবে। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকরা তাদের মহান পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে পারেন। ইকবাল সোবহান চৌধুরী জাবিসাসের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের সত্য তুলে ধরার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
dscঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, এপির ব্যুরো প্রধান জুলহাস আলম, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহাসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক।

হাফিজুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।