রাজধানীতে বাসের ধাক্কায় সৌদিগামী নারী নিহত


প্রকাশিত: ০৫:২৫ এএম, ৩০ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর রমনা থানাধীন নাইটিংঙ্গেল মোড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আজিবুন নেসা (৪৬) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত ওই নারীর সকাল ১০টার একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল।

রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আজিবুন নেসা সুনামগঞ্জ সদর থানার শ্রীনাথপুর গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী।

এ ঘটনায় চালকসহ আরো তিনজন আহত হন। আহত চালকের নাম জানা যায়নি। অপর দু’জন হলেন নিহতের আত্মীয়; মাসুদ (৪০) এবং শেলি (৩০)।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা সবাই অটোরিকশার যাত্রী এবং নিহত নারীর আত্মীয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আহত মাসুদ জানান, রোববার সকাল ১০টার একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল আজিবুন নেসার। তাকে পৌঁছে দিতে ভোরবেলা অটোরিকশা নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন তারা। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

চালকের পরিচয় জানাতে না পারলেও তিনি বলেন, চালক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।