বাংলাদেশি অভিবাসীসহ লিবিয়ায় নৌকা ডুবি, নিহত শতাধিক


প্রকাশিত: ০১:১২ এএম, ২৮ আগস্ট ২০১৫

বাংলাদেশি অভিবাসীসহ প্রায় সাড়ে চারশ আরোহী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে গেছে। এতে প্রায় দুই শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে বলে সরকারিভাবে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার লিবিয়ার জুওয়ারা শহরের নিকট এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রথম নৌকাটিতে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল। দ্বিতীয়টি যখন ডুবে যায় তখন এটিতে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন।

লিবিয়ার কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে নৌকা দুটির অধিকাংশ আরোহীই মারা গেছে। প্রায় ১০০ জনকে উদ্ধার করে জুওয়ারা হাসপাতালে নেয়া হয়েছে।

আরোহীদের মধ্যে অধিকাংশই সিরিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকার সাব সাহারা অঞ্চলের বলে একটি সূত্রে জানা গেছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।