শ্রমিকদের ধাওয়ার মুখে পালিয়ে বাঁচলেন এএসআই


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৭ আগস্ট ২০১৫

শ্রমিকদের ধাওয়া খেয়ে দৌড় দিয়ে প্রাণে বেঁচে গেছেন যশোরের পুরস্কারপ্রাপ্ত শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান। বৃহস্পতিবার দুপুরে নাভারণ-সাতক্ষীরা মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা নাভারণ-সাতক্ষীরা ও যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

স্থানীয় শ্রমিকরা জানান, এএসআই ইমরান মদপান করে এক পোটলা গাঁজা উদ্ধার করে নাভারণ বাজার থেকে। উদ্ধারকৃত গাঁজা নিয়ে সাতক্ষীরা মোড়ের দিকে আসার সময় প্রাইভেটকারচালক বাবলুকে সাইড দিতে বলে। চালক সাইড না দেয়ায় সাতক্ষীরা মোড়ে এসে এএসআই ইমরান প্রাইভেটকারচালক বাবলুকে বেদম মারপিট করে।

এ সময় অপর চালক শামিম প্রতিবাদ করলে তাকেও মারপিট করে ইমরান। একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণে ক্ষুব্ধ হয় সাতক্ষীরার মোড়ের সকল শ্রমিকরা। এ সময় তারা ঐক্যবদ্ধ হয়ে এএসআই ইমরানকে শার্শা থানা থেকে বদলির দাবিতে প্রাইভেটকার দিয়ে সড়ক অবরোধ করে সাধারণ শ্রমিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ও শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যারিকেড প্রত্যাহার করে নেয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।