পর্যটন শিল্পের উন্নয়নে সরকার মেগা প্রকল্প নিয়ে কাজ করছে


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২৭ আগস্ট ২০১৫

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নের জন্যে সরকার নানা রকমের মেগা প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করেছে। আর পর্যটন শিল্প অগ্রাধিকার তালিকায় রয়েছে।

বাংলাদেশ পর্যটন বর্ষ-২০১৬ উৎসবকে সামনে রেখে আয়োজিত চতুর্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) তিন দিনব্যাপি এই মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে। চলবে শনিবার রাত নয়টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী, নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রষ্ঠা, ফিলিপিনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিবেনসিউ টি বান্ডিলো, ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন প্রমুখ।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।