এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু আজ


প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৬ আগস্ট ২০১৫

বাংলাদেশ পর্যটন বর্ষ-২০১৬ উৎসবকে সামনে রেখে চতুর্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু হচ্ছে আজ। রাজধানী বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) তিন দিনব্যাপি এই মেলা শুরু হবে। মাসিক ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’র আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বার্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) সহায়তায় এ মেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ বছর মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভ‍ুটান, চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও সিঙ্গাপুরের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্কসহ বিনোদনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে। মেলায় মোট ১২০টি স্টল থাকবে। প্রবেশ মূল্য ২০ টাকা। প্রতিটি টিকিটের বিপরীতে থাকছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও ভ্রমণ ভাউচার। তবে শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ ফ্রি।

মেলায় যুব পর্যটনকে উৎসাহিত করতে অ্যাডভাঞ্চার গিয়ার প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। এছাড়া, মেলায় থাকবে বৈচিত্র্যময় কিছু আয়োজন। যার মধ্যে-কমিউনিটি বেইজ ট্যুরিজম প্রদর্শনী, ৯টি বিশ্ববিদ্যালয় ও তিনটি পর্যটন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইয়ুথ ট্যুরিজম স্কিলস কম্পিটিশন, পর্যটনবিষয়ক সেমিনার, কমিউনিটি কালচারাল অনুষ্ঠান, শিশুদের জন্য ‘বিউটফুল বাংলাদেশ’ শিরোনামে আর্ট কম্পিটিশন উল্লেখযোগ্য।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।