শাবিতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু


প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৬ আগস্ট ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭দিন ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। আগামী বুধবার এ কর্মসূচি শেষ হবে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ.কে.এ. মাযহারুল ইসলাম, এসোসিয়েশনের সাবেক সভাপতি সাজিদুল ইসলাম সবুজ, বর্তমান সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মুশফিকুর সালেহীন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক জাহেদুর রহমান ইয়ামিন।

উদ্বোধনের সময় উপাচার্য ইউনিভার্সিটি সেন্টারের সামনে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) ‘বহেরা’ নামের একটি বৃক্ষ রোপণ করেন।

এ সময় উপাচার্য বলেন, এটি একটি ভালো উদ্যোগ। পরিবেশ রক্ষায় গাছ খুবই উপকারী। এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়ার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।


এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।