বাংলাদেশি কিশোরকে পিটিয়েছে বিএসএফ


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৫ আগস্ট ২০১৫

যশোরের বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে কিশোর আকাশকে (১৩) নির্যাতন করেছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের ভারত বাংলাদেশ রফতানি গেটের মধ্যে এ ঘটনা ঘটে। আহত আকাশ যশোরের মনিরামপুর থানার টেংরামারি গ্রামের আব্দুস ছালামের ছেলে।

তাকে বাংলাদেশ সীমানায় রেখে যায়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করে স্থানীয় লোকজন।

রফতানি গেটে কর্মরত বাংলাদেশ কাস্টম সিপাহী জাহাঙ্গীর হোসেন জানান, বিএসএফ প্রতিদিন তাদের সীমান্তে ডিউটি করে থাকে। কিন্ত দুপুর ৩টার দিকে হঠাৎ বাংলাদেশের মধ্যে ঢুকে কাস্টম কার্গো অফিসের পিছনে ল্যাম্প পোস্টের নিচে এসে আকাশ (১৩) নামে এক কিশোরকে ধরে রাইফেলের বাট দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ সময় গেটে বিজিবির কোন সদস্য ছিল না।

পরে গুরুতর আহত ওই কিশোরকে উদ্ধার করে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

যশোর ২৬ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, রফতানি গেটের পাশে রেললাইন এলাকায় বিজিবি পোস্টের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। পরে আহত কিশোরকে দেখতে বিজিবি সদস্যরা ক্লিনিকে যান।

আহতের ছবিও তোলেন তারা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোন প্রতিবাদ এখনো জানানো হয়নি বলেও জানান তিনি।  

জামাল হোসেন/এআরএ





পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।