জুভেন্টাসে নতুন মেসি
গ্রীষ্মকালীন দলবদলে পালেরমো থেকে ইতালিন জায়ান্ট জুভেন্টাসে যোগ দেন আর্জেন্টিনার পাওলো দিবালা। আর জুভিদের উঠতি এ স্ট্রাইকারকে `আগামীর মেসি` বলে জানালেন পালেরমো ক্লাব প্রেসিডেন্ট মাউরিজিও জামপারিনি।
কিছুদিন আগে জুভিদের ইতালিয়ান কোচ ম্যাসিমিলানো আল্লেগ্রি ২১ বছরের এ তরুণ স্ট্রাইকার প্রসঙ্গে বলেছিলেন, দিবালাকে আরও পরিশ্রম করতে হবে। দলের প্রথম একাদশে সুযোগ পেতে হলে তার আরও পরিণত হওয়ার প্রয়োজন।
দিবালার বর্তমান গুরুকে একহাত নিয়ে জামপারিনি বলেন, জুভেন্টাসে যদি কারো পরিণত হওয়ার দরকার হয়, তবে তা কোচের হওয়ার প্রয়োজন। আর্জেন্টাইন দিবালার নয়।
তিনি আরও যোগ করে বলেন, আল্লেগ্রি একজন ইতালিয়ান কোচ। তিনি বুঝতে পারেন না একজন মেধাবী খেলোয়াড় কি করে ম্যাচের ফল ঘুরিয়ে দিতে পারে। আমি বিশ্বাস করি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সে আর্জেন্টিনার আরেকজন মেসি হিসেবে নিজেকে উপস্থাপন করবে। জুভিদের ভাগ্য সহায় ছিল বলেই দিবালার মতো ফুটবলার পেয়েছে।
এমআর/আরআইপি