টি-টোয়েন্টি-ওয়ানডে সিরিজে বিশ্রামে রুট


প্রকাশিত: ০৮:১০ এএম, ২৫ আগস্ট ২০১৫

ক্রিকেটের তিন ধরনের ফর্মেটেই সম্প্রতি ইংল্যান্ডের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রুট। তবে অ্যাশেজ জয়ের নায়ককে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য  বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রুট। সিরিজে ব্যাট হাতে তার থেকে আসে ৪৬০ রান। কিন্তু চলতি বছরের শেষে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে ইংলিশ নির্বাচকরা আসন্ন সিরিজে ২৪ বছর বয়সী রুটকে বিশ্রাম দিয়েছেন। রুট ছাড়াও সীমিত ওভারের সিরিজ থেকে আরো বাদ পড়েছেন পেশীর ইনজুরিতে থাকা জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। যদিও বিশ্বকাপের পরে এন্ডারসন কিংবা ব্রড কেউই সীমিত ওভারের ম্যাচে অংশ নেননি।

টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুকও যথারীতি থাকছেন না। উভয় ফর্মেটে দলের অধিনায়কত্বে ফিরেছেন এউইন মরগ্যান। বিশ্বকাপে তার নেতৃত্বে ইংল্যান্ড গ্রপ পর্ব থেকে বিদায় নিয়ে হতাশ করেছিল। যদিও বছরের মাঝামাঝিতে বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে ঘরের মাঠে দারুন এক নাটকীয় সিরিজে পরাজিত করে ইংল্যান্ড। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি সীমার রিস টপলি।

টি-টোয়ান্টি একাদশ : এউইন মরগ্যান (অধিনায়ক), মইন আলী, স্যাম বিলিংস, জোস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, এ্যালেক্স হলস, আদিল রশীদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস।

ওয়ানডে একাদশ : এউইন মরগ্যান (অধিনায়ক), মইন আলী, স্যাম বিলিংস, জোস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, এ্যালেক্স হলস, লিয়াম প্লানকেট, আদিল রশীদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেইলর, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

সময়সূচী :

৩১ আগস্ট : টোয়েন্টি২০ ম্যাচ, কার্ডিফ

৩ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, সাউদাম্পটন (দিবা/রাত্রি)

৫ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, লর্ডস

৮ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, ওল্ড ট্র্যাফোর্ড (দিবা/রাত্রি)

১১ সেপ্টেম্বর : চতুর্থ ওয়ানডে, হেডিংলি

১৩ সেপ্টেম্বর : পঞ্চম ওয়ানডে, ওল্ড ট্র্যাফোর্ড

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।