বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগে প্রতিদিন ৫ রোগীর এনজিওগ্রাম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগে প্রতিদিন গড়ে পাঁচজন রোগীর এনজিওগ্রাম হচ্ছে। বিগত সময়ের তুলনায় বিভাগটিতে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
এছাড়াও প্রতিদিন গড়ে অর্ধশতাধিক ইকো পরীক্ষা করা হয়। শিশুদের এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার জন্যও রয়েছে দুটি ক্যাথল্যাব মেশিন।
রোববার রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএসএমএমইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল বোসকে দেখতে আসলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও কার্ডিওলজি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী এ বিভাগটির বিভিন্ন চিকিৎসাসেবা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় অসুস্থ মুকুল বোসের চিকিৎসার খোঁজ-খবর নেন ও কিছুটা সময় কাটান। তিনি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-২) এ ভর্তি একাধিক রোগীর সঙ্গে কথা বলে চিকিৎসারও খোঁজ-খবর নেন এবং যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি-না তা তাদের কাছে জানতে চান। রোগীরা এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী মন্ত্রীকে জানান, বর্তমানে কার্ডিওলজি বিভাগে রয়েছে ৪টি আইসিসিইউ বেডসহ ৩০টি সিসিইউ বেড, ৩টি কেবিনসহ ১৫টি এইচডিইউ বেড, ১৬টি সিসিআর (প্রিকেয়ার) বেড, শিশু হৃদরোগীদের জন্য ৫টি আইসিইউ বেডসহ ১৫টি বেড, ৮টি বেডসম্পন্ন ২৪ ঘণ্টাসেবার জরুরি বিভাগ, নারী ও পুরুষদের জন্য ২৭ শয্যাবিশিষ্ট সাধারণ ওয়ার্ড (অর্ধেক বিনা ভাড়ার বিছানা), সকাল ও বৈকালিক আউটডোর ইত্যাদি সেবা প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী হৃদরোগীদের চিকিৎসা ও পরীক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে একটি ক্যাথল্যাব মেশিন প্রদানের আশ্বাস প্রদান করেন।
এমইউ/একে