বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা


প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৪ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাবাকে হত্যার পর ছেলে আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাপিতখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল জলিল (৬০) ও তার ছেলে স্থানীয় মিরুখালী কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. জহিরুল ইসলাম (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে আব্দুল জলিলের সঙ্গে ছেলে জহিরুল ইসলামের কথা কাটাকাটি হয়।  এসময় জহিরুল ধারালো অস্ত্র (দা) দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। জলিলকে উদ্ধার করতে তার স্ত্রী ফিরোজা বেগম (৪৫) ছুটে এলে জহিরুল তাকেও কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের কোপে জলিল ঘটনাস্থলেই মারা যান।  এর কিছুক্ষণ পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মিরুখালী গ্রামের নূরু ডাক্তারের বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে জহিরুল আত্মহত্যা করে। গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসান মামুন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।