মাছের পোনা অবমুক্ত করলো জাবি রোটার‌্যাক্ট ক্লাব


প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৩ আগস্ট ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘রোটার‌্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর’ এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি ২০১৫ পালন করা হয়। রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আনন্দদিঘী লেকে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।

পোনা অবমুক্তকরণ করে বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি আবুল হোসেন বলেন, এই কয়েক বছরে আমাদের দেশে মৎস্য সংকট দেখা দিয়েছে। এই সংকট অনুভব করে সরকার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৎস্য সপ্তাহ পালন করছে।

তিনি বলেন, আমরা আশা করি এই উদ্যোগ দেশের মানুষের মাছের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে। আর তারই একটি অংশ হিসেবে রোটার‌্যাক্ট ক্লাবের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করেছে।

রোটার‌্যাক্ট ক্লাবের অতিরিক্ত জেলা সমন্বয়ক আবু বকর ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার আবুল খয়ের, রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ড. কবিরুল বাশার, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সামসুন্নাহারসহ প্রমুখ।

এ সময় রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক ও বর্তমান একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।