শেখ হাসিনা রিক্ত-নিঃস্ব অবস্থায় আ.লীগের হাল ধরেছিলেন


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৩ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিঃস্ব-রিক্ত অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম’ শীর্ষক গ্রন্থের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

অসীম সাহস, প্রজ্ঞা ও দৃঢ়তার সাথে শেখ হাসিনা বাংলাদেশকে ধাপে ধাপে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বরেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা তাকে (শেখ হাসিনাকে) বার বার হত্যার চেষ্টার পরও খুনিদের কোনো ষড়যন্ত্র তাকে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। তার নেতৃত্বে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।’

সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনার প্রতি ইঙ্গিত দিয়ে আমু বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনার জন্য দল নয়, ব্যক্তি দায়ী। দলীয় সিদ্ধান্তে এসব কর্মকাণ্ড ঘটেনি এবং দল কখনো এসবের দায়-দায়িত্ব নেবে না।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চেীধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারনুর রশীদ।

একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।