ঈদে বাড়ি যাওয়া নিয়ে ডিএমপির জরুরি সভা


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৩ আগস্ট ২০১৫

আসন্ন ঈদুল আযহার সময় নগরবাসী যেন নির্বিঘ্নে গ্রামের বাড়িতে যেতে পারেন এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি সভা ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ হাসানের নেতৃত্বে রোববার বিকেল সাড়ে ৪টায় গাবতলী বাস টার্মিনালে প্রথম সভাটি অনুষ্ঠিত হবে। বৈঠকে পরিবহণ ও বাস মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন।
 
মারুফ হাসানের নেতৃত্বে রোববার সন্ধ্যা ৭ টায় দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হবে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এতে বিআইডব্লিউএ, সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ, লঞ্চ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন।
 
ডিএমপি জানায়, ঈদে ঢাকাবাসী যেন নির্বিঘ্নে গ্রামের বাড়ি যেতে পারেন তাই এই সভা ডাকা হয়েছে। সভায় ঢাকাবাসীর নিরাপত্তার বিষয়টিও আলোচনা করা হবে।
 
এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।