জঙ্গি অর্থায়ন : রিমান্ড শেষে ৩ আইনজীবী আদালতে


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৩ আগস্ট ২০১৫

জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে আটক ৩ আইনজীবীকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। রোববার সকালে ৩ আইনজীবীকে চট্টগ্রামের বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে পাঠানো হয়। আদালতে তিন আইনজীবীর ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চার দিনের রিমান্ডে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। জবানবন্দি গ্রহণের জন্য তাদের আদালতে পাঠিয়েছি। তারা জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

তিন আইনজীবী হলেন- বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯)। অপর দু’জন হলেন- অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)।

গত ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেফতার করা হয়। পরে চারদিনের রিমান্ডে নেয় র‌্যাব।

# জঙ্গি অর্থায়ন : সাবেক হুইপের মেয়েসহ ৩ আইনজীবী আটক

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।