জ্বালানি তেলের দাম কমেছে
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। গত শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে ৪০ ডলারে। ২০০৯ সালের মার্চের পর এই প্রথম জ্বালানি তেলের দাম এ পর্যায়ে নেমে এলো।
শুক্রবার মার্কিনভিত্তিক বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩৯ ডলার ৮৬ সেন্টে নেমে আসে। দিন শেষে এর দাম ৪০ ডলার ৪৫ সেন্টে উঠে যায়।
তবে বহুজাতিক মার্কিন ব্যাংক সিটি ব্যাংক বলছে, ডব্লিউটিআইয়ে তেলের দাম প্রতি ব্যারেল ৩২ ডলারে নেমে যেতে পারে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুনের পর দেড় মাসের বেশি সময়ে তেলের দাম কমেছে প্রায় ৩৫ শতাংশ।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জ্বালানি তেলের মূল্য পূর্বাভাসে বলছে, চাহিদার বিপরীতে সরবরাহ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম ২০১৬ সাল পর্যন্ত কমতে থাকবে।
এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে এখনো দাম কমেনি। তেলের দাম না কমানোর যুক্তি হিসেবে সরকার বলছে, আগের ভর্তুকির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ৩৫ হাজার কোটি টাকার লোকসান সমন্বয় করতে হলে আরো কিছু সময় দরকার।
বিএ