চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত


প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২২ আগস্ট ২০১৫

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হতে যাচ্ছে। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিয়ীয় সিরিজ আয়োজন করতে না পারায় এ সুযোগ পাচ্ছে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতকে দ্বিপাক্ষিয়ীয় সিরিজ আয়োজন করতে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তাদের হাতে সময় না থাকায় সিরিজ আয়োজন করা সম্ভব হচ্ছে না।

ফলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা উন্নতি করতে পারছে না, আগের অবস্থানেই থাকতে হচ্ছে তাদের। এই সুযোগে তালিকার আট নম্বর দল হিসেবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যাচ্ছে।

আইসিসি ওডিআই র‌্যাংকিংয়ের সেরা আটটি দল নিয়ে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। পাকিস্তান গত মাসে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলে সেরা আটে জায়গা করে নেয়।

ওয়েস্ট ইন্ডিজ সেরা আটে আসত পারতো যদি তারা কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজন করতে পারতো। ভারতের শিডিউল ব্যস্ত থাকায় সেই সুযোগ আর থাকছে না।

ফলে ২০১৭ সালের পরের চ্যাম্পিয়নস ট্রফির দিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সূত্র : দ্য নিউজ ট্রাইব

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।