বাংলাদেশে ওয়ার্নার ব্রাদার্স নিয়ে আসছে টার্নার


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২২ আগস্ট ২০১৫

ওয়ার্নার ব্রাদার্স কনজ্যুমার প্রোডাক্টসের (ডব্লিউবিসিপি) লাইসেন্সিং প্রতিনিধি হবে কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস।

শনিবার ওয়ার্নার ব্রাদার্স কনজ্যুমার প্রোডাক্টস এবং টার্নার ব্রডকাস্টিং সিস্টেম এশিয়া প্যাসিফিকের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এসময় ওয়ার্নার ব্রাদার্স কনজ্যুমার প্রোডাক্টসের বৃহত্তর চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের ম্যানেজিং ডিরেক্টর বিয়াঙ্কা লী, টার্নার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট রিকি অও সাহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে টার্নারের কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই, লাইসেন্সিং এবং মার্চেন্ডাইজিং ডিভিশন) বাংলাদেশে ওয়ার্নার ব্রাদার্সের কনজ্যুমার প্রোডাক্টসের লাইসেন্সিং প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছে। বাংলাদেশে কার্টুন নেটওয়ার্কের একমাত্র প্রতিনিধি এনর ট ইন্টারন্যাশনাল লিমিটেড।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেও এখন থেকে টার্নার ব্রডকাস্টিং সিস্টেম ওয়ার্নার ব্রাদার্স কনজ্যুমার প্রোডাক্টসের প্রতিনিধিত্ব করবে। এই সমস্ত দেশসমূহের বাজারে ডব্লিউবিসিপি-এর সমৃদ্ধ পোর্টফোলিও-এর প্রতিনিধিত্ব করবে সিএনই, যাতে রয়েছে ফিল্ম, টেলিভিশন সিরিজ, এনিমেটেড প্রোগ্রাম প্রভৃতি।

ওয়ার্নার ব্রাদার্সের রয়েছে ব্যাটম্যান, সুপারম্যান এবং দ্য ফ্ল্যাশ-এর মতো বিখ্যাত সব ডিসি কমিকস সুপারহিরো। অন্যান্যদের মধ্যে আরো রয়েছে লুনি টিউনস্, টম অ্যান্ড জেরী, স্কুবি-ডু, হ্যারি পটার এবং দ্য হবিট ট্রিলজি। ডব্লিউবিসিপি-এর বিশাল লাইসেন্সিং ক্যাটেগরির মধ্যে রয়েছে পোশাক, এক্সেসরিজ, পাবলিশিং, স্টেশনারি, খেলনা, গিফট, নভেলটি পণ্য। এই অঞ্চলের মূল ক্যাটেগরিতে আরো রয়েছে ব্র্যান্ডেড খাবার, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস এবং লাইসেন্সড অ্যাডভার্টাইজিং প্রোমোশন।

চুক্তি সই অনুষ্ঠানে ওয়ার্নার ব্রাদার্স কনজ্যুমার প্রোডাক্টসের বৃহত্তর চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের ম্যানেজিং ডিরেক্টর বিয়াঙ্কা লী বলেন, ‘এই অঞ্চলে টার্নারের সম্প্রচার এবং অ্যানিমেশন প্রোগ্রামের মার্কেটিং-এ আমাদের সহযোগিতার কারণে টার্নার সবসময় আমাদের অন্তরঙ্গ সহযোগী হিসেবে কাজ করে আসছে।

তিনি আরো বলেন, সম্পর্কের এই সম্প্রসারণের মাধ্যমে আমাদের কনজ্যুমার প্রোডাক্টসমূহের লাইসেন্সিং ব্যবসায় এই অঞ্চলে উপস্থাপিত হবে। এই কৌশলগত সমঝোতা আমাদের উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।

দক্ষিণ এশিয়ায় সিএনই-এর একটি আকর্ষনীয় লাইসেন্সিং পোর্টফোলিও রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ৭৬টি পার্টনারের নেটওয়ার্কে যুক্ত হতে পেরে ডব্লিউবিসিপি খুবই আনন্দিত। প্রথাগত রিটেইল ব্যবসা, আধুনিক বাণিজ্য এবং ইকমার্সে এদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। ২০১৫ এর মে মাসে সিএনই ফাঞ্চাইজ ইন্ডিয়া কর্তৃক ‘লাইসেন্সর অফ দি ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়।

টার্নার এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট রিকি অও বলেন, ‘এই সমঝোতা টাইম ওয়ার্নারের অভ্যন্তরীণ সহযোগিতার মানসিকতাকে প্রকাশ করে এবং আমাদের সম্মিলিত শক্তিমত্তার ব্যবহার করে। আমরা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে পছন্দের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর মধ্যে কয়েকটি পরিচালনা করছি। আমাদের এই প্রমাণিত সাফল্যের মাধ্যমে এই সমঝোতা এবং আমাদের ভবিষ্যৎ বিনিয়োগসমূহ উপকৃত হবে। আমরা ডব্লিউবিসিপি-কে আমাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পেরে আনন্দিত এবং এর বৃদ্ধির সুযোগ সম্পর্কে আমরা খুবই আশাবাদী’।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।