ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার


প্রকাশিত: ১১:২৬ এএম, ২২ আগস্ট ২০১৫

যারা সরকারের অর্জন স্নান করে দিচ্ছে, এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঝটিকা সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশে মধ্যবর্তী কোনো নির্বাচন হবে না, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, রাজনীতিতে উত্থান-পতন ও কালো মেঘ থাকবেই। কিন্তু মেঘ চিরস্থায়ী নয়, রাজনীতির আকাশের কালো মেঘ কেটে গিয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয় হবেই।

মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২২টি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার কারণে ওই সব মহাসড়কের দুর্ঘটনার সংখ্যা অনেক কমেছে।

সারাদেশের ভাঙা-চোরা সড়ক মেরামতে বরাদ্দের অভাব নেই জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক সংস্কারে সরকারের বরাদ্দের কোনো অভাব নেই। কিন্তু ঠিকাদাররা যদি ঠিকমতো কাজ না করেন তাহলে এর দায়-দায়িত্ব সরকারের নয়।

এ সময় সড়ক মেরামতের দায়িত্বে অবহেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্যকে শোকজ করার নির্দেশ দেন সেতুমন্ত্রী। পরে সেতুমন্ত্রী সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সরাইল উপজেলা নির্বাহী মো. এমরান হোসেনসহ সড়ক বিভাগ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।