ধস নেমেছে আলজেরিয়ার অর্থনীতিতে
বিশ্বজুড়ে তেলের দাম হ্রাস পাওয়ার কারণে আলজেরিয়ার অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছে। এদিকে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা দিনারের মাণ কমেছে রেকর্ড পরিমাণে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে দেশটির সাধারণ জনগণ।
তেলের দরপতনে দিন দিন হ্রাস পাচ্ছে দিনারের মান, যার বিরুপ প্রভাব পড়ছে দেশটির সার্বিক অর্থনীতিতে। দেশটির মোট আয়ের ৯৭ ভাগই আসে জ্বালানি রফতানির মাধ্যমে। কিন্তু তেলের দাম কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির ওপরে। আর তাই দিনারের মান কমে যাওয়ার মূল কারণ হিসেবে, তেলের দর পতনকে দুষছেন বিশ্লেষকরা।
পরিস্থিতি সামাল দিতে এখনই নতুন বাজার খোঁজার পাশাপাশি শক্ত মুদ্রানীতির দিকে নজরের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।
এসকেডি/এমএস