৬ উন্নয়ন প্রকল্পের দ্বার খুললো


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২০ আগস্ট ২০১৫
ফাইল ছবি

একসঙ্গে খুললো ছয় উন্নয়ন প্রকল্পের দ্বার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি স্থায়ীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে কথা বলেন।

প্রকল্পগুলো হলো মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর কাজীরটেকে সপ্তম বাংলাদেশ-চীন মেত্রী সেতু, সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সড়কে চন্দরপুর সেতু, কক্সবাজার জেলার চকরিয়া-বদরখালী-মহেশখালি মহাসড়কে বাটাখালি সেতু, গাইবান্ধা জেলার গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু, পটুয়াখালি জেলার পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল সেতু এবং সুনামগঞ্জে সুরমা নদীর ওপর সুরমা সেতু।

সূত্র জানায়, প্রকল্পগুলোতে সরকারের মোট ব্যয় হয়েছে এক হাজার ১৮ কোটি ৩০ লাখ টাকা।

# ৬ উন্নয়ন প্রকল্পের দ্বার খুলছে আজ

এসএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।