হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৯ আগস্ট ২০১৫

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সন্ধ্যা ৬টায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানির মাপ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুর আলম জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে পাহাড়ি ঢলে আকস্মিকভাবে বুধবার বিকেলে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ক্রমান্বয়ে পানি বাড়তে থাকলে সন্ধ্যা ৬টায় জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে মেপে দেখা যায় পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যদি সেখানে আর বৃষ্টিপাত না হয় তবে পানি নেমে যেতে পারে। যদি পানি বাড়ে তবে নদীর বাঁধ ভাঙনের আশঙ্কা থেকে যাবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।