শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে : চুন্নু
২০০৬ সালে প্রণীত শ্রম আইন ২০১৩ সালে সংশোধন করে যেভাবে যুগোপযোগী করা হয়েছে তা পৃথিবীর অনেক দেশেই নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
রোববার সকালে ঢাকার বিয়াম মিলনায়তনে ফ্যাক্টরি পরিদর্শকদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বর্তমান সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে সব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে তা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা ও কল্যাণে সরকার শ্রম আইনের বিধি-উপবিধিমালা প্রণয়ন করেছে।
বিয়ামের মহাপরিচালক ফজলুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার এইচ ই বরাট গিবসন, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের চার্জ দ্য এফেয়ার্স মার্টিন বেন হুগজস্ট্রেটিন, আইএলওর বাংলাদেশের পরিচালক শ্রীনিভাস বি রেড্ডি ও কলকারখানা পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আহমদ প্রমুখ।
এই প্রশিক্ষণ কর্মশালায় ১৬০ জন নবনিযুক্ত পরিদর্শক অংশগ্রহণ করেন।
একে/পিআর