ফ্যানের শুটিংয়ে আহত শাহরুখ


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৬ আগস্ট ২০১৫

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। টুইটারে এক পোস্টে শাহরুখ জানিয়েছেন, তার নতুন ছবি ‘ফ্যান’র শুটিংয়ে আহত হয়েছেন তিনি।
 
এর আগে এই একই ছবির শুটিং করার সময় গেল মে মাসে হাঁটুতে চোট পান শাহরুখ। টুইটার মারফত জানিয়েছিলেন সে তথ্য। একই স্থানে বছর চারেক আগে ‘ডন টু’ ছবির শুটিংয়ের সময় চোট পান বলিউডের দেবদাস। বারবার এক হাঁটুতে এবং একই স্থানে চোট পাওয়ায় শঙ্কিত শাহরুখ। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।
 
গেল শনিবার শাহরুখ টুইটারে এক পোস্টে লেখেন, ‘দীর্ঘ দিন, ইনজুরি, কঠিন শুটিং।’
 
তবে একই টুইটে শাহরুখ এও জানান দিয়েছেন, এসব চোট তাকে থামাতে পারবে না। নিজে কাজ করে যাওয়ার প্রত্যয়ই যেন ব্যক্ত করলেন তিনি।
 
‘ফ্যান’ ছবিতে শাহরুখ অভিনয় করছেন দুটি চরিত্রে। এর মধ্যে একটি সুপারস্টার শাহরুখ ও অন্যটি শাহরুখভক্ত সাধারণ এক যুবকের। ছবিটি পরিচালনা করছেন ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত নির্মাতা মনীশ শর্মা। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী বছরের ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।  সূত্র: হিন্দুস্তান টাইমস

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।