পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি
৬৯ তম স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে। শুক্রবার অল ইন্ডিয়া রেডিওকে দেয়া তার প্রথম সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি।
ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, "সীমান্তে যেকোনো ধরনের অশান্তি মোকাবিলার জন্য ভারতীয় সেনা ও অস্ত্র সবসময় তৈরি।
পারিক্কর বলেন, "আধুনিক অস্ত্র ও প্রযুক্তি প্রতিদিন উন্নততর হয়ে চলেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও উন্নত করতে হবে নিজেদের।"
তিনি বলেন, ভারতীয় সেনার হাতে এই মুহূর্তে রয়েছে বিশ্বের সেরা অস্ত্র। সামরিক খাতে এখন বরাদ্দ মঞ্জুর করা হয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি রুপি। সেনার জন্য সম্প্রতি কেনা হয়েছে প্রায় ৮০০টি 155mm mounted artillery guns। যার জন্য খরচ হয়েছে ১৬ হাজার কোটি রুপি। পাশাপাশি ৩৬টি রাফায়েল এয়ারক্র্যাফ্ট কেনার সিদ্ধান্তও প্রায় পাকা ফ্রান্সের কাছ থেকে।
এসকেডি/এমএস