শিক্ষকদের প্রশিক্ষণ দিবে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০১ অক্টোবর ২০১৪

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করতে সম্মত হয়েছে ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি কর্তৃপক্ষ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফররত প্রতিনিধিদল বুধবার ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি পরিদর্শন করেন। শিক্ষামন্ত্রীসহ প্রতিনিধি দলটি ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ডিন, প্রফেসর ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

শিক্ষামন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।