হিজলায় ঘাড় ভেঙে কৃষককে হত্যা
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের খেয়াঘাট এলাকার খাল থেকে নিঁখোজ হওয়ার ২৪ ঘণ্টা পর এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবার দাবি করেছে। নিহত জাহের রাঢ়ী (৩৫) ওই এলাকার সিরাজ রাঢ়ীর ছেলে।
নিহতের ভাই মতিন রাঢ়ী জানান, জাহের রাঢ়ী শনিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। বাড়ির পাশের এক প্রতিবেশির সঙ্গে তাদের পূর্ব বিরোধ রয়েছে। ওই প্রতিবেশি জাহেরকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তিনি।
হিজলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, জাহের রাঢ়ীর ঘাড় ভাঙা এবং গলায় কালো দাগ রয়েছে।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে। জাহের রাঢ়ীকে হত্যার অভিযোগে মামলা করবে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।
সাইফ আমীন/এআরএ/এমআরআই