বিভিন্ন রকমের খাবার রান্না করবে রোবট


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০২ আগস্ট ২০১৫

এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো, যেখানে আপনি সারাদিনের কাজ শেষে ঘরে ফিরে দেখবেন একটা রোবট আপনার জন্য খাবার রান্না করে রেখেছে? অনেকের কাছে ব্যাপারটা স্বপ্নের মতো হলেও প্রযুক্তির কল্যাণে এখন সেটাও বাস্তবতার পথে।

সম্প্রতি যুক্তরাজ্যের একদল গবেষক বিশ্বের প্রথম ‘রোবটিক কিচেন’ তৈরি করেছেন। রোবটটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন রকমের খাবার রান্না করতে পারবে।

রোবটটির আকৃতি কিছুটা মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের মতো। ২০১৮ সাল নাগাদ এ রোবটটি বাজারে আসার কথা রয়েছে। এর বাজার মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। তবে নির্মাতারা বলছেন, তাদের তৈরি ডিজাইনটি বাজারে জনপ্রিয়তা পেলে এর দাম অনেকটাই কমে আসবে। সূত্র : আল-জাজিরা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।