বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ : খালেদা


প্রকাশিত: ১২:১২ এএম, ০১ আগস্ট ২০১৫

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট বর্ষণ ও আকস্মিক বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, দুর্গতদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে।

শুক্রবার রাতে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা এ অভিযোগ করেন।

ঘূর্ণিঝড় কোমেন দুর্গত এলাকায় এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে` মন্তব্য করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, `বন্যা আক্রান্ত জনগণ বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা উপদ্রুত এলাকাসমূহের মানুষদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।`

ইতোমধ্যে দুর্গত এলাকায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে মন্তব্য করে সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যা উপদ্রুত এলাকাসমূহের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতা-কর্মীদের আহ্বান জানান খালেদা।

এমএম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।