ইবোলার টিকায় ‘আশাপ্রদ’ ফল পাওয়া গেছে : ডব্লিউএইচও
ইবোলার টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফলে আশাপ্রদ ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান। শুক্রবার বিকেলে ব্রিটিশ বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে এ ফল প্রকাশিত হতে যাচ্ছে।
চ্যান বলেন, ‘টিকাটির প্রতিটি ফল আগ্রহোদ্দীপক ও আশাপ্রদ। ফলগুলো নিশ্চিত হলে ইবোলা প্রাদুর্ভাব ব্যবস্থাপনা পাল্টে যাবে’।
২০১৩ সালের শেষ দিকে গিনিতে শুরু হওয়া ইবোলার প্রাদুর্ভাবে পশ্চিম আফ্রিকার ১১ হাজার দুইশ’ লোক মারা গেছে।
একে/পিআর