শাহজালালে যাত্রীর পেটে ৩৫ লাখ টাকার স্বর্ণ


প্রকাশিত: ১০:০১ এএম, ৩১ জুলাই ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটের ভেতর থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বিমানবন্দর কাস্টমস হাউজ। এগুলোর বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
 
শুক্রবার সকালে দুবাই থেকে আসা কাজী রফিকুল ইসলাম (৩৬) নামে ওই যাত্রীর পেট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তার বাড়ি বরিশালের আগাইলঝরা।
 
কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুল করিম জাগো নিউজকে জানান, ওই যাত্রী বৃহস্পতিবার ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫৮৫) ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর ও ব্যাগ তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। তবে তাকে সন্দেহ হলে উত্তরা মেডিকেল সেন্টারে তার এক্স-রে করায় কাস্টমস।
 
এক্স-রে রিপোর্টে তার পেটে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার শনাক্ত করা হয়। মলদার দিয়ে এগুলো ঢুকিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাস্টমসকে জানায় রফিকুল। সকালে মলদারের মাধ্যমে সেগুলো পেট থেকে বের করে জব্দ করেছে কাস্টমস।
 
রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় বিমানবন্দর কাস্টমস।

এআর/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।