মেঘপুর


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ৩১ জুলাই ২০১৫

মেঘে তোমার বাড়ি হবে, ভাসবে
কোটি কোটি জলসেনাদের
প্রটোকলে থাকবে
রংধনুর মুগ্ধ আলোয় সাদা ফুলে সাজবে
নিরুদ্দেশে খামখেয়ালী পরাণভরে নাচবে।

আকাশ যখন নীল হবে, হাসবে
প্রেমচোখে সুনীল আলো সারা গায়ে মাখবে
কনে দেখা আলোয় তুমি রঙিন ছবি আঁকবে
গাছ থেকে গাছে, সবুজ নিয়ে বাঁচবে।

হঠাৎ করে বৃষ্টি হলেই, মাতবে
সূর্য মামার স্নেহালোকে
ছায়ায় মায়ায় হাঁটবে
ক্লান্তি-ব্যাথা অলস হয়ে সজীবতা জাগবে
আমার বুকে জলের বাসা,
মেঘ থাকে ---

থাকতে পারো,
থাকবে?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।