হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বজনরা উধাও!


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩০ জুলাই ২০১৫

কুমিল্লার বরুড়ায় কাঞ্চন আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামীসহ পরিবারের স্বজনরা। এদিকে ওই গৃহবধূকে খুন করার অভিযোগ করেছেন নিহতের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার বাবার বাড়ি বিলপুকুরিয়া গ্রামে দাফন করা হয়েছে।

জানা যায়, প্রায় চার বছর আগে বিলপুকুরিয়া গ্রামের তোফায়েল আহাম্মদের মেয়ে কাঞ্চন আক্তারের (২২) সঙ্গে একই উপজেলার মোহিতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইউনুছের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। তাদের বিথি নামের সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে।

নিহতের মা মাহমুদা আক্তার ও খালাতো ভাই মাঈন উদ্দিন জানান, বুধবার রাতে কাঞ্চনের অসুস্থতার খবর পেয়ে তারা বরুড়া উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে কাঞ্চনের মরদেহ দেখতে পায়। কিন্ত এর আগেই হাসপাতালে মরদেহ রেখে কৌশলে পালিয়ে যায় তার স্বামীরা।

কাঞ্চনের মা আরো জানান, তার মেয়ের মাথা ও ডান চোখে জখমের চিহ্ন ছিল রয়েছে। জামাতা ইউনুছ এবং শ্বাশুড়ি মাফিয়া বেগম তাকে নির্যাতন করে হত্যা করেছে।

এ ব্যাপারে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় থানায় হত্যা মামলার পরিবর্তে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

কামাল উদ্দিন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।