বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে ভোডাফোন


প্রকাশিত: ১২:০৬ পিএম, ৩০ জুলাই ২০১৫

যুক্তরাজ্যভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি ভোডাফোন ১ হাজার ৩০০ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর এক-পঞ্চমাংশ বলে জানা গেছে। মূলত স্প্যানিশ বিভাগ থেকে উল্লিখিত সংখ্যক কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।-খবর এনডিটিভি

গত বছর ভোডাফোন স্প্যানিশ কেবল ইন্টারনেট প্রোভাইডার ওনোকে অধিগ্রহণ করে। ধারণা করা হচ্ছে, ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়বে ওনোর কর্মীদের ওপর।

এদিকে বিষয়টি ভোডাফোন স্পানা ও ওনো এরই মধ্যে লেবার ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেছে। প্রায় মাসব্যাপী ওই আলোচনায় কর্মী ছাঁটাইয়ের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে এ দুই প্রতিষ্ঠান।

উভয় প্রতিষ্ঠান এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত ওনোসহ স্প্যানিশ বিভাগে মোট ৬ হাজার ১০০ কর্মী কাজ করছে। যার মধ্যে ১ হাজার ৩০০ কর্মী তাদের চাকরি হারাতে পারেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।