ইবিতে দ্রুত নিয়োগ বোর্ড দিতে শিক্ষকদের আল্টিমেটাম


প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৯ জুলাই ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্থগিত হওয়া শিক্ষক নিয়োগ বোর্ড দ্রুত করতে আগামী ১০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন এ বিভাগের শিক্ষকেরা। বেঁধে দেয়া সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

এছাড়াও শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করার প্রতিবাদে বুধবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষকরা। বেলা সাড়ে ১২টায় পরিসংখ্যান বিভাগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করেন বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন।

তিনি বলেন, এ বিভাগের ৭০টি কোর্সের জন্য মাত্র আটজন শিক্ষক কর্মরত রয়েছেন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই প্রেক্ষিতে দুইজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং গত ২৮ জুন নিয়োগ বোর্ড আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিবার্য কারণে নিয়োগ বোর্ড স্থগিত করে এবং আগামীকাল এ বোর্ড আহ্বান করলে আবারো তা স্থগিত করে দেয়া হয়।

পরপর দুইবার নিয়োগ বোর্ড স্থগিত করায় তিনি উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে অদক্ষ, অযোগ্য উল্লেখ করে তারই গড়িমসিতে এ নিয়োগ বোর্ড স্থগিত হয়েছে বলে অভিযোগ করেন।

মতবিনিয় সভায় এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক আলতাফ হোসেন রাসেল, ড. সাজ্জাদুর রহমান, ইয়াসিন আলী পাড় ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।

ফেরদাউসুর রহমান সোহাগ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।