ফতুল্লায় বাবু হত্যা মামলা ডিবিতে হস্তান্তর


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৯ জুলাই ২০১৫

নারায়ণগগঞ্জ ফতুল্লায় সন্ত্রাসীদের গুলিতে আশরাফুল আলম বাবু নামে আরেক সন্ত্রাসী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের আশায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের আত্মীয়রা। স্বজনদের দাবি পুলিশ অপরাধীদের গ্রেফতার না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে যাচ্ছেন নিহতের স্বজনদের।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খাঁন মিলনায়তনে আশরাফুল আলম বাবু হত্যাকাণ্ডের সঠিক বিচারের আশায় সাংবাদিক সম্মেলনে তার পরিবারের লোকজন এ দাবি জানান।

এদিকে মঙ্গলবার রাতে বাবু হত্যা মামলাটি ফতুল্লা মডেল থানা পুলিশের কাছ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নিহত বাবুর বড় ভাই মাহবুব আলম জাগো নিউজকে বলেন, পুলিশ আমার ভাই হত্যাকারীদের গ্রেফতার করতে কোনো কিছু করছে না। আগেও এ আসামিরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছেন যার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। এত কিছু থাকার পরও পুলিশ কখনো মামলা নেয়নি। এখন পুলিশ লোক দেখানোর জন্যই মামলা নিয়েছে।

জানা গেছে, গত ২৩ জুলাই রাতে ফতুল্লা টাগারপাড়া এলাকায় আশরাফুল আলম বাবু (৩৬) নামে ঝুট সন্ত্রাসীকে সন্ত্রাসী রফিকসহ কয়েকজন গুলি করে হত্যা করেন। এ ঘটনায় ২৪ জুলাই ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে নিহতের ভাই সোহেল। তবে নিহতের ৮ দিন পেরিয়ে গেলেও এখন কাউকে পুলিশ গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল জাগো নিউজকে জানান, মামলাটি ফতুল্লা মডেল থানা থেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে, দ্রুত খুনিদের গ্রেফতার করা সম্ভব হবে।
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।