মিরসরাই ট্রাজেডি : পাঁচ বছর পর মুক্তি পেলেন মফিজ


প্রকাশিত: ০৮:১১ এএম, ২৮ জুলাই ২০১৫
ফাইল ছবি

দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মিরসরাই ট্রাজেডির অন্যতম আসামি মফিজুর রহমান। মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পান এই পিকাপ ভ্যান চালক।

চট্টগ্রামের ডেপুটি জেলার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরসরাই ট্র্যাজেডি মামলায় ২০১১ সালের ৮ ডিসেম্বর পিকআপ ভ্যান চালক মফিজকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। আসামি মফিজ জরিমানার টাকা পরিশোধ করায় তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হয়নি। তাই পাঁচ বছর কারাভোগ শেষে মঙ্গলবার তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।
 
প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব-বড়তাকিয়া সড়কের পশ্চিম সৈদালী এলাকায় স্কুলছাত্র বহনকারী একটি মিনিট্রাক খাদে পড়ে ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়।
 
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই পালিয়ে যান ট্রাক চালক মফিজুর রহমান। পরদিন তাকে আসামি করে মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার কবির আহমদ নিজামী মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ১০ দিন পর ২১ জুলাই পুলিশ বরিশালের কাউনিয়া থেকে মফিজকে গ্রেফতার করে।

একই বছরের ১৬ নভেম্বর থেকে মিরসরাই ট্র্যাজেডির ঘটনায় দায়ের হওয়া মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার চার্জশিটভুক্ত ৩০ জন ও সুরতহাল রিপোর্টের ছয় সাক্ষীসহ মোট ৩৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৮ ডিসেম্বর এ রায় দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ ফরিদা ইয়াসমিন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।