বলিউডের বিকিনি সুন্দরীরা (দেখুন ছবিতে)
বলিউডে বিকিনি পরার প্রচলন শুরু হয়েছে অনেক আগেই। মনে পড়ে ‘অ্যান ইভনিং ইন প্যারিস’এর শর্মিলা ঠাকুরকে? ষাটের দশকে বিকিনিতে সেজে পুরুষ-হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন তিনি। তার স্টাইল স্টেটমেন্টের পাশাপাশি সে ছিল দুরন্ত সাহসেরও মেসেজ।
তবে তখনো নায়িকার শরীরে বিকিনি তেমন প্রচলিত ছিল না। পার্শ্ব নায়িকা বা মডেলরাই বিকিনিতে স্বচ্ছন্দ ছিলেন। সময় বদলেছে। এখন চরিত্রের প্রয়োজনে বিকিনি পরছেন সব নায়িকাই। তবে সকলকেই কি মানায় তাতে?
বিকিনি শরীর তৈরি করাটাও অভিনেত্রীদের কাছে সহজ নয়। প্রচুর পরিশ্রম তো আছেই সঙ্গে প্রয়োজন উচ্চতা, সুঠাম লম্বা পা আর আত্মবিশ্বাস। ফলে সব সুন্দরীই বিকিনি সুন্দরী হয়ে উঠতে পারেন না। আসুন দেখে নিউ এমন কিছু বিকিনি সুন্দরীদের...
বিএ