ডিএফপির ওয়েবসাইট হ্যাক


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৭ জুলাই ২০১৫

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড পাবলিকেশনস (চলচ্চিত্র ও প্রকাশনা) এর ওয়েবসাইট হ্যাক করেছে ফয়সাল নামের এক পাকিস্তানি।

হ্যাকের পরে ওয়েবসাইটে দেখা যায়, সেখানে পাকিস্তানের পতাকাসম্বলিত একজন মানুষের ছবি কোলাজ করে পোস্ট করা হয়েছে। লেখা আছে, হ্যাক বাই ফয়সাল ১৩৩৭, স্টার্ক বাই ফয়সাল ১৩৩৭, পাকিস্তান জিন্দাবাদ।

সঙ্গে একটি বার্তাও যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নিরাপত্তা শুধুই একটা ধুম্রজাল। ইউর সাইট স্ট্যাম্পড বাই পাক সাইবার অ্যাটাকার্স টিম।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।