ময়মনসিংহে বৃদ্ধকে পুড়িয়ে হত্যা


প্রকাশিত: ১০:১০ এএম, ২৬ জুলাই ২০১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলার জের ধরে সবির উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে বে ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের ভাটিচন্দ্রপুর গ্রামে পল্লী বিদ্যুতের লাইন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ৪ জুন সবির উদ্দিনের ছেলেরা একই গ্রামের আব্দুল হককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত আব্দুল হকের ছেলে আকবর হোসেন বাদী হয়ে সবির উদ্দিন ও তার পাঁচ ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতার আতঙ্কে সবির উদ্দিনের ছেলেরা পলাতক থাকায় পরদিনই আকবর হোসেন ও তার লোকজন সবির উদ্দিনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় সবির উদ্দিন বাদী হয়ে আকবর হোসেনসহ গ্রামের ৪৮ জনকে আসামি করে পাল্টা একটি মামলা দায়ের করে। এ নিয়ে গ্রামের দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ও চরম উত্তেজনা চলে আসছিল গত দেড় মাস ধরে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, একটি হত্যা মামলার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলার বাদী সবির উদ্দিনকে পুড়িয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যা রহস্য উদঘাটনে পাল্টাপাল্টি মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। দু’পক্ষের আসামিরা এখন পলাতক রয়েছেন।

আতাউল করিম খোকন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।