অপহরণের ৮ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার : আটক ২


প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৬ জুলাই ২০১৫

রাজবাড়ীতে চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (৯) কে অপহরণের ৮ ঘণ্টা পর বালিয়াকান্দি থানা পুলিশ তাকে উদ্ধার করেছে। এ সময় পুলিশ ২ অপহরণকারীকে আটক করেছে। এর আগে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শনিবার দুপুরে তাকে অপহরণ করা হয়।

আটকরা হলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার সিঙ্গগুরে গ্রামের ইয়াদ আলী মোল্যার ছেলে নুর আলী মোল্যা (৬৫) এবং তার স্ত্রী জহুরা বেগম (৫০)।

অপহৃত স্কুল ছাত্রীর মামা মাসুদ মোল্যা জানান, শনিবার দুপুরে স্কুলের টিফিনের সময় একটি মাইক্রোবাস এসে স্কুল গেটের সামনে দাঁড়ায়। ভিতর থেকে জনৈক ব্যক্তি ওই ছাত্রীকে একটি ঠিকানা হাতে ধরিয়ে পড়ে দেওয়ার কথা বলে মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নেয়। খবর পেয়ে থানা পুলিশকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। বিকালে কুষ্টিয়া জেলার কোতয়ালী থানায় এক শিশুসহ ২ অপহরণকারীকে আটক করে। খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে বালিয়াকান্দি থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

অপহৃত ছাত্রী সুমাইয়া আক্তার জানায়, স্কুলের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নেয় ৩ জন অজ্ঞাত অপহরণকারী। গাড়ির মধ্যে নিয়ে তাকে জোড়পূর্বক বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ফেলে। পাংশা রেলস্টেশন থেকে ট্রেনে উঠলে তার জ্ঞান ফিরে আসে। এ সময় সে আর ওই তিন অপহরণকারীকে দেখতে পায় না। তবে তাকে ধরে রাখে আটক ২ ভিখারীবেশী অপহরণকারী।

মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, অপহরণের পর পুলিশি ব্যাপক অভিযানে অপহরণকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়ার খোকসা থেকে আটক করা হয়।  এ ব্যাপারে ওই ছাত্রীর মামা মাসুদ মোল্যা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে।

রুবেলুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।