১২ জনের অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশ ৮ সেপ্টেম্বর


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৬ জুলাই ২০১৫

মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ  মানবতাবিরোধী অপরাধে অভিযোগ আমলে নিবেন কিনা সে বিষয়ে আদেশ আগমী ৮ সেপ্টেম্বর।

এর আগে রোববার সকালে প্রসিকিউটর জেয়াদ আল মালুম যশোরের মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে বিরুদ্ধে পাচঁটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে তিন সদেস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এর আগে গত ১৪ জুন তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরের দিন ১৫ জুন অভিযোগ প্রসিকিউশনে জমা দেন।

সাখাওয়াত হোসেন(৬১)ছাড়া এ মামলায় আসামি হিসেবে রয়েছে মো. বিল্লাল হোসেন(৭৫), মো. আকরাম হোসেন(৫৯), অজিহার মোড়ল ওরফে ওজিয়ার মোড়ল (৬৪), মো. ইব্রাহিম হোসেন(৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মো. আ. আজিজ সরদার (৬৫), আ. আজিজ সরদার (৬৬), কাজী ওহিদুল ইসলাম (৬১), মো. লুৎফর মোড়ল (৬৯), আব্দুল খালেক মোড়ল (৬৮), ও মশিয়ার রহমান (৬০)।

এর মধ্যে প্রথম চারজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকীরা পলাতক রয়েছেন আছে বলে পুলিশের প্রতিবেদনে বলা আছে।

এফএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।