ঈদগাঁওর খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:০০ এএম, ২৫ জুলাই ২০১৫

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ফুলেশ্বরী নদীর মধ্যম ভোমরিয়া ঘোনা এলাকা থেকে জাফর আলম (৬৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা কোনাপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। পাহাড়ী ঢলে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জাগো নিউজকে জানান, ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ মধ্যম ভোমরিয়াঘোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে মৃত ব্যক্তি ঈদগড়ের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জাগো নিউজকে জানান, জাফর আলম শারীরিক প্রতিবন্ধি ছিলেন। এ কারণে হয়তো খাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে তার মৃত্যু ঘটে।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।