ইইউ বিশ্বকে উন্নত করছে : ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো একটি প্রতিষ্ঠান বিশ্বকে নিরাপদ আর উন্নত করে তুলছে। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ওবামা বলেন, যুক্তরাজ্য যদি বিশ্বে তাদের প্রভাব বজায় রাখতে চায়, তাহলে তাদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা ঠিক হবে না। বরং যুক্তরাজ্য ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকেও শক্তিশালী করবে বলেই তিনি মনে করেন। উল্লেখ্য, ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ২০১৭ সালে ব্রিটেনে গণভোট হওয়ার কথা রয়েছে ।
বিবিসির সঙ্গে ওই সাক্ষাৎকারে ওবামা আরো বলেন, তার ক্ষমতাকালে সবচেয়ে হতাশার বিষয় ছিল এটি যে, তিনি অস্ত্র নিয়ন্ত্রণে শক্ত আইন করতে পারেন নি। কিন্তু একটি উন্নত দেশ হিসাবে এমন আইন জরুরী বলে তিনি মনে করেন।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি পুলিশের সঙ্গে সহিংসতা আর বর্ণবিদ্বেষের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এখনকার শিশুরা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে এবং একদিন যুক্তরাষ্ট্রে আর এমন ঘটনা ঘটবে না।
এএইচ/এমএস