আলো স্বল্পতায় খেলা বন্ধ


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৩ জুলাই ২০১৫

আলো স্বল্পতার কারণে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা আপাতত বন্ধ আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। স্বাগতিকদের চেয়ে এখনো ১৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

এর আগে বোলারদের পর ব্যাটসম্যানদের দৃঢ়টায় চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২৬ রান করলে ৭৮ রানের লিড পায় বাংলাদেশ।

বুধবার চার উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু সাকিব-মুশফিক। দিনের শুরুতেই মুশফিকের বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ। ডেল স্টেইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন টাইগার অধিনায়ক। তবে লিটনকে সাথে নিয়ে ৮২ রানের জুটি গড়ে প্রথমিক ধাক্কা ভালোভাবেই সামাল দেন সাকিব।

মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামলে খেলা সাময়িক বন্ধ থাকে। বৃষ্টি শেষে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে দ্রুতই বিদায় নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। হার্মারের বলে ডুমিনিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব। তবে সাকিবের বিদায়ের পরও এক পাশ আগলে রেখে ক্যারিয়ারের প্রথম অর্ধশত তুলে নেন লিটন দাস। হার্মারের বলে আউট হওয়ার আগে লিটন করেন ৫০ রান।  শেষ দিকে মোহাম্মদ শহীদের ১৯ বলে ২৫ ঝড়ো ইনিংস টাইগার ভক্তদের আনন্দে ভাসায়।

বুধবার দু`দফা বৃষ্টির কারণে ২৫ ওভার অগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা। ফলে ৬৯ রানে পিছিয়ে থেকেই দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

দুপুর ৩টা ১২ মিনিটে বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন । বৃষ্টি থামার পর বিকাল ৪টার দিকে আবারও দিনের বাকি সময়ের খেলা শুরু হয়। মাত্র এক বল হওয়ার পর পুনরায় বিকেল চারটার দিকে দ্বিতীয়বার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি হানা দেওয়ায় পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় দিনের বাকি খেলা।

মঙ্গলবার মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেনের বোলিং তোপে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ একটু এলোমেলো থাকলেও দ্বিতীয় সেশন থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে টাইগার বোলাররা। ২৪৮ রানেই গুটিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার মত শক্তিধর দলকে। বাংলাদেশের পক্ষে ৪টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়া জুবায়ের হোসেন পান ৩টি উইকেট। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ রান করেন টেম্বা বাভুবা। ১০৮ বলে ৫টি চারে ৫৪ রান করেন তিনি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।