ট্রলার থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ


প্রকাশিত: ০৮:২৩ এএম, ২২ জুলাই ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে পিকনিকের ট্রলার থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শীতলক্ষ্যার বঙ্গবন্ধু পয়েন্টে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও ওই যুবককে উদ্ধার করতে পারেনি। বুধবার সকাল থেকে উদ্ধার কাজ পুনরায় শুরু হয়েছে।

নিখোঁজ যুবক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাইদ গ্রামের মো. আইয়ুব হোসেনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ আনন্দ ভ্রমণের (পিকনিকের) একটি ট্রলার মঙ্গলবার দুপুরে জেলার কাপাসিয়া উপজেলা থেকে নায়ায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার রাসেল পার্কের উদ্দেশ্যে ছেড়ে আসে। বিকেলে নরসিংদীর পলাশ থানাধীন ডাঙ্গার মতিচর এলাকায় ট্রলারের ছাদ থেকে ফয়সাল (১৮) পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার সহযাত্রীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে কালীগঞ্জ, পলাশ ও রূপগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সেদিনের মতো উদ্ধার কাজ শেষ করে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এবং পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কামাল আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকা থেকে আসা ডুবুরি দল যুবকটিকে উদ্ধার রতে পারেনি। তবে বুধবার সকাল থেকে উদ্ধার কাজ চলছে।  

আব্দুর রহমান আরমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।