দ্রুতই যেন ব্যস্ত হচ্ছে ঢাকা


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২১ জুলাই ২০১৫

এবার একটু দ্রুতই যেন ব্যস্ত হয়ে যাচ্ছে রাজধানী। বাড়ছে কর্মচাঞ্চল্য। যদিও পুরোপুরি ব্যস্ততা আসতে এ সপ্তাহ চলে যাবে। মঙ্গলবার ঈদুল ফিতরের দ্বিতীয় কর্ম দিবস। এদিন রাজধানীর বিভিন্ন সড়কে অফিসগামী মানুষের সংখ্যা ছিলো চোখে পড়ার মতোই। সোমবার নগর পরিবহনের গাড়িগুলো অনেকটা ফাঁকা থাকলেও মঙ্গলবার কিছুটা ভিন্ন চিত্রই চোখে পড়েছে।

রাজধানীর বাড্ডায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বেলায়েত হোসেন। কথা হয় তার সঙ্গে। বেলায়েত জানালেন, গতকাল থেকেই তিনি অফিস শুরু করেছেন। গতকাল থেকে আজও গাড়িতে যাত্রী বেশি। তেমনই বিভিন্ন সিগনালে গাড়ির চাপও লক্ষ্য করা গেছে।



নাদিয়া করিম কাজ করেন বেসরকারি ফারমার্স ব্যাংকের কর্পোরেট শাখায়। তিনি জানালেন, এবার যেন ঢাকা দ্রুতই ব্যস্ত হয়ে উঠছে। অন্য বছরগুলোতে নানাভাবে ছুটির ফাঁদ একটি লম্বা ফাঁদে পড়ে যায় নগরী। তবে এবার সেটি হয়নি। তাই মানুষ ঈদ উদযাপন শেষে দ্রুত ফিরতে শুরু করেছে।

বিভিন্ন সিগনালে ট্রাফিক পুলিশদের ব্যস্ততাও গতকালকের থেকে মঙ্গলবার বেশিই দেখা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য মো. ফিরোজ জাগো নিউজকে বলেন, ব্যস্ততা বাড়ছে। এটাই স্বাভাবিক।



এদিকে, মঙ্গলবার সকাল থেকে ঢাকার বাইরে থেকে মানুষ বাস, ট্রেন ও লঞ্চে ঢাকায় ফিরছে। তবে মহানগরীর যানজটের সেই চিরচেনা রূপ পেতে আরো কিছু দিন লাগবে। তাই ঢাকার রাস্তায় যানজটবিহীন আরামের যাত্রা আরো কিছু দিন যেন থাকবে।

এসএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।